প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
ভিটিকান্দি ইউনিয়নের জগতপুরে মসজিদে মারামারি ঘটনা মিথ্যা বলে দাবী করেছে এলাকাবাসী

মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার ৬ নং ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামে মসজিদে মারামারি হয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার।
তিনি বলেন-জগতপুর গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদটির নির্মাণ কাজ শুরু থেকে আজ পযর্ন্ত আমি কাজ করে যাচ্ছি।৩০ বছর যাবত আমি এই মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং বর্তমানে সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি।
এক বছর আগেও থেকে খুনী কফিলউদ্দিন ও মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ ও খুনী নাজির আমাকে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে সরানোর জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। সেই জন্যই এলাকার চিহ্নিত অপরাধী কফিল উদ্দিন ও নাজির আমাকে বিভিন্নভাবে হুমকি- দমকি দিয়ে আসছে। এছাড়া তারা আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে তাদের মনগড়া অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আর সেই চেষ্টা বাস্তবায়ন করার লক্ষে গত ২৮ সেপ্টেম্বর রবিবার নিজেকে মসজিদের সভাপতি করে কফিলউদ্দিন ও খুনী নাজির আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন- মসজিদের ঈমাম শাহআলম সরকার মক্তবে পড়া অবস্থায় ছাত্র-ছাত্রীরা হাউমাউ করলে একপর্যায়ে ঈমাম বলে উঠলেন- যে, "এই মসজিদে রাজনৈতি চলবেনা" তার বলা কথা মুক্তবে পড়া ছাত্র-ছাত্রীরা মসজিদ থেকে ঘরে গিয়ে বাবা- মাকে জানালেন।পরের দিন মুক্তবে পড়া এক ছাত্রের অভিভাবক মোহাম্মদ আমিরুল ইসলাম মসজিদে গিয়ে ঈমাম সাহেবের কাছে জানতে চায় কেন? তিনি এমন ধরনের কথা বলেছেন।তখন মসজিদের ইমাম ও অভিভাবক আমির হোসেনের মধ্যে একটু ভুলবোঝাবুঝি হলে এই বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে সমাধান হয়ে যায়।আর সেই ঘটনাটিকে পুঁজি করেই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
মসজিদের ঈমাম সাহেবের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে,সেটা সমাধানও হয়ে গেছে।কিন্তু এটাকে পুঁজি করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে কফিলউদ্দিন ও নাজির।আমি নাকি মসজিদ কমিটির সভাপতি না । তিনি বলেন,নাজির তো একটা খুনি।সে খুন করে চট্টগ্রাম থেকে পালিয়ে এসে এখন তিতাসের ভিটিকান্দির জগতপুর গ্রামে একের পর চুরি,ডাকাতি, চাঁদাবাজি,মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মদণ্ড করে আসছে।সে চট্টগ্রাম থেকে বহিরাগত চোর ডাকাত এনে এলাকায় চুরি ডাকাতি ও মাদক ব্যবসা পরিচালনা করছে।
জায়েদ আলীর ছেলে খুনী নাজিরের ভয়ে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।নাজির মেলামচর গ্রামের সৌদি প্রবাসী মানিকের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করলে সে ভয়ে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে কোনরকম রক্ষা পান।এছাড়া মেলামচর গ্রামের অজিদকে হুমকি ধামকি দিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করে।
হাজী আবদুস সালাম মোল্লা মেম্বার আরও বলেন এই মসজিদের সভাপতি পূর্বেও আমি ছিলাম এবং বর্তমানেও আমি আছি।কিন্তু মৃত মুনতা মিয়ার ছেলে কফিলউদ্দিন একবছর ধরে নিজেই নিজেকে সভাপতি দাবি করে আসছে।সে এটা জানেন না যে, প্রতিটি মসজিদেরই একটা কমিটি থাকে আর সেই কমিটির মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি বরাদ্দ আসে।আর মসজিদ আসা সেই বরাদ্দ আমি ও আমার সেক্রেটারী গিয়ে আনতে হয়।আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারী খুনি কফিলউদ্দিন ও খুনি নাজিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি। অভিভাবক আমিরুল ইসলাম জানান,আমি মেলামচর সুবাস মেম্বারের বাড়িতে গেলে খুনী নাজির ও তার দলবল নিয়ে আমাকে মারতে আসে।সে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে।তার বিরুদ্ধে কথা বললেই সে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায়।আর সে কফিলউদ্দিন আমার মসজিদ কমিটির কেউ না।সে আবার কী করে সভাপতি হয়।আমাদের মসজিদ কমিটির সভাপতি হলেন- সালাম মেম্বার।
মসজিদের সভাপতি নিয়ে এলাকাবাসী বলেন-কফিলউদ্দিন আমাদের মসজিদের সভাপতি না।এটা তার মনগড়া কথা।একটা মসজিদ তো আর কারো মনগড়া কথায় চলে না।এই মসজিদের সভাপতি সালাম মেম্বার ও সেক্রেটারি হাবিবুর রহমান।জগতপুর মসজিদের ঘটনা সম্পর্কে সেক্রেটারি হাবিবুর রহমান জানান, মসজিদ কমিটির সভাপতি সালাম মেম্বার। মসজিদে কোন মারামারি ঘটনা ঘটে নাই। এটা মিথ্যা কথা।
এলাকাবসসী জানান, মসজিদে কোন মারামারি হয় নাই।মসজিদের শুক্রবারের টাকা পয়সা নিয়ে অভিযোগ ওঠলে মসজিদের ক্যাশিয়ার মোয়াজ্জেম বলেন,শুক্রবার মসজিদে টাকা উঠিলে সব টাকা পয়সা আমার কাছে ছিল।এখানে সালাম মেম্বার পকেটে ভরে মোট করে নিয়ে যায় এই অভিযোগ মিথ্যা।আমরা এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.