জামাল উদ্দীন
কক্সবাজারের চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ৫ ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডসংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ ওমর ফারুক(২৮),পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার, ৫।মোঃ আবুল কালাম, পিতা- আবদুল মজিদ, সাং- স্থায়ী বিনামা,০৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি ১টি, দেশীয় তৈরী লোহার পাইপগান ১টি, সাদা রংয়ের তাজা কার্তুজ ১ টি, বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ উদ্ধার করা হয়।
তৌহিদুল আনোয়ার (ওসি)জানান, মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী ও আন্তডাকাত দলের সক্রিয় সদস্যদের উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ অভিযানে আসামীগণকে ধরতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ। তারা চকরিয়া থানায় সহ বিভিন্নয় এলাকায় ডাকাতি করে থাকে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.