প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
নওগাঁয় ২৮টি মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন

মেহেদী হাসান অন্তর,
নওগাঁ সদর উপজেলার ২৮টি মন্দিরে শারদীয় উৎসব উপলক্ষে পরিদর্শন করেছেন সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদ হাসান তুহিন।
বুধবার সন্ধ্যা ৭টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ের সন্ধানী মণ্ডপ থেকে এ পরিদর্শন শুরু হয়। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমাদের রাজনীতি বিভেদের নয়, ঐক্যের। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন। আজকের এই আয়োজন তারই প্রমাণ।
তুহিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.