মিজানুর রহমান রিপন, পটুয়াখালী
পটুয়াখালীর মহিপুর থানা শহরের সদর রোডের স্বর্নকার পট্টি মিঠুন গিনি হাউজের লিটন কর্মকার এর দোকান থেকে গত সোমবার দিবাগত গভীর রাতে চুরি যাওয়া মালামাল রুপা সহ চোর রেজাউল কে মহিপুর থানা পুলিশের একটি দল আটক করে।
মিঠুন গিনি হাউজের স্বত্বাধিকারী লিটন কর্মকারের অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৯ টা পর্যন্ত এ পুলিশি অভিযান পরিচালিত হয়। পটুয়াখালী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও মহিপুর থানার অফিসার্স ইনচার্জ এর দিকনির্দেশনা অনুযায়ী মহিপুর থানার এসআই আবু হানিফ,
এসআই শামসুল ইসলাম ও সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চোর রেজাউল কে লতিফপুর গ্রাম থেকে গ্রেফতার করে। রেজাউলের পিতার নাম হানিফ হাওলাদার ও তার গ্রামের বাড়ি মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে। তার নিকট থেকে প্রায় ৩৫ ভরি রৌপ্য অলংকার পুলিশ জব্দ করে। রেজাউলের তথ্য অনুযায়ী তাকে নিয়ে পুলিশ অন্য চোর ফয়সাল বাবু কে ধরার জন্য মোয়াজ্জেমপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
তবে ফয়সাল বাবু পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়। চোর ফয়সাল বাবুর বাড়ি পটুয়াখালীর নন্দিপারা এলাকায় হলেও সে মোয়াজ্জেমপুর গ্রামে বিবাহ করে ঘরজামাই থেকে বসবাস করছে। ঘটনাস্থল মিঠুন গিনি হাউজ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল / হ্যান্ডেল এবং আশেপাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে। মহিপুর থানা পুলিশের এসআই আবু হানিফ জানান, আটককৃত রেজাউল কে মহিপুর থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.