শৈহ্লাচিং মারমা, রুম প্রতিনিধি
দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আবারও ভ্রমণপ্রিয় পর্যটকে মুখরিত হয়ে উঠেছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা বান্দরবানের রুমা উপজেলায় ভিড় জমাতে শুরু করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, গত ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় তিন বছর ধরে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। ছয়টি শর্ত সাপেক্ষে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
রুমা পর্যটক সেবা কেন্দ্রের ব্যবস্থাপক লালরৌ কুয়াল বম জানান, বুধবার সকাল থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৬০টি পর্যটক দল বগালেক ও কেওক্রাডং চূড়া ভ্রমণ করেছেন। প্রতিটি দলে ৪ থেকে ১৭ জন পর্যটক ছিলেন। গাইড অফিসের খসড়া হিসাবে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৫২০ জন পর্যটক এ দুটি দর্শনীয় স্থানে ঘুরতে গেছেন। এর মধ্যে এক-চতুর্থাংশ পর্যটক সরাসরি কেওক্রাডং চূড়ায় পা রেখেছেন। অনেকেই নিজস্ব মোটরবাইক নিয়ে বা জিপ ভাড়া করে সেখানে পৌঁছেছেন।
সিরাজগঞ্জ থেকে আসা পর্যটক মোহাম্মদ মমিনুল (৪৩) বলেন,
“ছাত্র জীবন থেকে বন্ধুদের নিয়ে সাতবার কেওক্রাডং ভ্রমণ করেছি। নিরাপত্তাজনিত কারণে গত তিন বছর রুমায় আসা হয়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাই।”
স্থানীয় প্রবীণ পর্যটক গাইড মো. আলমগীর স্বস্তি প্রকাশ করে বলেন,
“দীর্ঘদিন পর্যটক না আসায় আমরা বেকার ছিলাম। আজ থেকে আবার পর্যটকের আনাগোনা শুরু হয়েছে। সম্মানিত পর্যটকদের সেবায় আমরা ব্যস্ত। জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।”
প্রায় তিন বছর পর ভ্রমণপিপাসু পর্যটকদের পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে কেওক্রাডং ও বগালেকের পর্যটন এলাকা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.