প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ণ
তিতাস ও হোমনা শারদীয় দূর্গাপূজা পরিদর্শন,নেতা আমদানি না করে নিজ এলাকা থেকে নেতা বানাতে হবে এম এ মতিন খান

মো:হানিফ মিয়া
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেছেন নেতা আমদানি না করে নিজ নির্বাচনী এলাকা থেকে নেতা বানাতে হবে। তিনি আরও বলেন, কুমিল্লা - ২ (হোমনা-তিতাস) নির্বাচনী এলাকা,এখানে হয়তো হোমনা থেকে এমপি হবে' না হয় তিতাস থেকে এমপি হবে। এখানে অন্য এলাকা থেকে নেতা আমদানি করলে সাধারণ জনগণ মেনে নিবেনা।
এম এ মতিন খান বলেন,যারা হোমনা-তিতাস আসন চায়নি তারাও আজ এই আসন থেকে এমপি হতে চায়,আমার বুঝে আসেনা তারা কেনো হোমনা- তিতাস আসন নিয়ে বিরোধিতা করেছেন আবার কেন-ইবা এই আসন থেকে এমপি হতে চান? যারা আজ এই আসন থেকে এমপি হতে চায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও কমিটি বানিজ্যসহ নানাহ অভিযোগ রয়েছে।
তারা কি জনগণের সেবা করার জন্য এমপি হতে চায়? না নিজেদের উন্নয়ন করতে এমপি হতে চায়? তিনি আরও বলেন,মরহুম এমকে আনোয়ার ছিলেন একজন বড় মাপের আমলা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাই প্রতিটি মন্ত্রণালয়ের এবং প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সাথে ওনার সুসম্পর্ক ছিল, এলাকার যে কোনো উন্নয়ন মুলক কাজ করতে মরহুম এমকে আনোয়ার স্যারের জন্য সহজ ছিল।
আপনাদের দোয়ায় আমারও প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক আছে। আমিও চেষ্টা করছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সেবক হতে পারবো ইনশাআল্লাহ।
৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর (মঙ্গলবার- বুধবার) টানা দুইদিন রাতে কুমিল্লা - ২ (হোমনা-তিতাস) সংদীয় আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
এসময়সময় তিনি আর্থিক অনুদানও দেন।পূজামণ্ডপ পরিদর্শনের সময় হোমনা- তিতাসের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.