হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভাস্কর ভট্টাচার্য (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর২৫) ইং সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভাস্কর ওই গ্রামের শিবপদ ভট্টাচার্যের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভাস্কর ভট্টাচার্য বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক আড়াইটা থেকে সকাল ৭টার মধ্যে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তদন্তের স্বার্থে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.