অনলাইন ডেস্ক
বান্দরবান জেলা সদরসহ সকল উপজেলায় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন জেলায় আগত পর্যটকরা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ হতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
জেলা ও উপজেলার সীমান্ত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আজ সকালে আলীকদম উপজেলায় বাংলাদেশ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে জানিয়েছেন। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিস্থিতিও স্বাভাবিক আছে।
উপজেলায় কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। আগত পর্যটক, স্থানীয় পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে দুঃশ্চিতার কোনো কারণ নেই। নির্বিঘ্নে তারা ভ্রমণ করতে পারবেন।
শামীম আরা রিনি জানান, ১ অক্টোবর থেকে বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট কেওক্রাডং দীর্ঘদিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। ইতোমধ্যে জেলায় প্রচুর পর্যটক সমাগম হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.