শাহাদত হোসেন সরকার
কাশিমপুরে একটি মর্মান্তিক ঘটনা এলাকার জনমনে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।
সম্প্রতি এক আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার পর, আজ শুক্রবার জুমার নামাজ শেষে হাজারো তোহিদী জনতা রাস্তায় নেমে আসে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে।
বিক্ষোভকারীরা কাশিমপুর থানার সামনে ও প্রধান সড়কে জমায়েত হয়ে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রতিবাদ জানান।
তারা ধর্ষকের দ্রুত গ্রেফতার ও বিচার কার্যক্রম পরিচালনার দাবি জানান। বক্তারা বলেন, "এই সমাজে কেউই নিরাপদ নয় যদি এ ধরনের ঘৃণ্য অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পায়।"
স্থানীয় মসজিদের ইমাম, সমাজকর্মী ও রাজনৈতিক নেতারা বিক্ষোভে সংহতি প্রকাশ করে বলেন, "এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে কাশিমপুর এলাকার এক বাসিন্দার আট বছরের শিশু কন্যা পাশের একটি বাড়িতে খেলার ছলে গেলে সেখানেই ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে শিশুটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা ইতিমধ্যে একটি মামলা রুজু করেছি এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি সমাজে অনিরাপত্তার বাতাবরণ সৃষ্টি করছে। তারা শিশু ও নারীদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
শেষ কথা:
কাশিমপুরে এ ধরনের একটি ভয়াবহ ঘটনার পর জনসাধারণের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ নিঃসন্দেহে সমাজের নৈতিক চেতনার পরিচয় দেয়। তবে এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কার্যকরভাবে এই ঘটনার বিচার নিশ্চিত করতে পারে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.