প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
তিতাসের বিভিন্ন স্থানে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু

মো:হানিফ মিয়া
পেট্রোবাংলার নির্দেশনায় চারটি টিম মাঠে কাজ করছে।কুমিল্লার তিতাস উপজেলায় কয়েকটি স্থানে তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। পেট্রোবাংলার নির্দেশনায় ৩ অক্টোবর শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় চারটি পৃথক টিম একযোগে মাঠ পর্যায়ে অনুসন্ধান চালাচ্ছে।
কর্মকর্তারা জানান,দেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলে লক্ষ লক্ষ বর্গকিলোমিটারে এই অনুসন্ধান কার্যক্রম চলছে।
তিতাসের লক্ষ্যভিত্তিক অনুসন্ধান থেকে নতুন সম্ভাবনাময় তেল ও গ্যাসক্ষেত্র আবিষ্কারের আশা করা হচ্ছে।তেল ও গ্যাসের নতুন খুঁজ দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.