প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
তিতাসে কদমতলীতে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে কদমতলী দক্ষিণ পাড়া মিনিবার ফুটবল ফ্রিজ-টিভি টূর্ণামেন্ট -২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় কদমতলী প্রাইমারী স্কুল সংলগ্ন সরকার বাড়ী বালুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রবাসি বাবু সরকার একাদশ বনাম সাইদুল ট্রেডার্স একাদশ ফাইনালে মুখোমুখি হয়।
এতে প্রবাসি বাবু সরকার একাদশ ১-০ গোলে সাইদুল ট্রেডার্সকে হারিয়ে জয় লাভ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জামাল হোসেন মেম্বার ও নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ ও জসিম উদ্দিন মেম্বার প্রমূখ।শারীরিক অসুস্থতার কারণে সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন না।খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আসমানিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিনহাজুল সরকার, মোঃ ইমরান মোল্লা (মফিজ) ও মোঃ হাফিজ সরকার (নবী) প্রমূখ।
এছাড়াও আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ আমির হোসেন সরকার,মহসীন সরকার,এরসাদ সরকার,শাহজাহান মোল্লা, বাহারুল হক লিটন,নজরুল সরকার,জহির সরকার, শাহিন সরকার,কাজী ফখরুল,আলি আক্তার,শেখ কামাল,নজরুল ইসলাম,তমিজ উদ্দিন,ফজলুল হক,হুমায়ূন কবির,শাহ আলম মেম্বার,স্বপন বেপারী, আবু জায়েদ জীবন,তাইজুল ইসলাম তাজ, কবির মোল্লা,রমজান মোল্লা,কাবিল হোসেন,কবির সরকার,মোসলেম মোল্লা,শাহীন শরীফ,রাজ মিয়া, জামান বেপারী,আলি সরকার,কালু মিয়া,হানিফ ভূইয়া,মোফাজ্জল মোল্লা,জব্বার মোল্লা,সাহেব আলী মোল্লা,আনোয়ার সরকার,হানিফ,আবু তাহের মোল্লা ও কাজী অলি উল্লাহ প্রমূখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপস্থিত অতিথিবৃন্দ।ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন,জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাষ্টার।খেলা পরিচালনা করেন চৌকস ও দক্ষ রেফারি রুহেল বাবু মাষ্টার।
এসময় অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা যুব সমাজকে মরণব্যাধি মাদক ও মোবাইলের নেশা থেকে দূরে রাখতে সাহায্য করবে। তাই আয়োজকদের বলব, যদি পারেন প্রতি মাসে একটি করে খেলার আয়োজন করেন। সহযোগিতা যা লাগবে আমরা করব। আজকের সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ।খেলায় বিজয়ী দলকে ফ্রিজ, বিজিত দলকে এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারীকে মোবাইল সেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.