তোফাজ্জল হোসেন
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে আরাকান আর্মি (AA) ও আরসা (ARSA)-র মধ্যে তীব্র গোলাগুলি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত পিলার ৫৫ ও ৫৬ সংলগ্ন লংপংপাড়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা আতঙ্কে ঘরে অবস্থান করছেন। শিশু ও প্রবীণদের ভীতি আরও বেশি দেখা যাচ্ছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং সব বিওপিকে সতর্কাবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত আছে।”
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.