মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শুক্রবার (৩অক্টোবর) বিকেলে সাভার পৌর গেন্ডা পুকুরপাড় এলাকায় উঠান বৈঠকের অনুষ্ঠান আয়োজিত করা হয়। অনুষ্ঠানে যুগ্ম সমন্বয়কারী সালামত উল্লাহ রনি ও মোঃ তৈয়বুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক ডা: আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ডা: মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকা জেলা এনসিপির সদস্য আলেয়া আঁখি, মুফতি শহিদুল্লাহ শোয়াইব, জোবায়ের হোসেন জুম্মা। সাভার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জুলকারনাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি সারোয়ার তুষার তার বক্তব্যে বলেন, "আমরা বাংলাদেশকে একটি নতুন সুশাসনের দেশ হিসেবে গঠন করতে চাই।
আমাদের লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"বলে জানান তিনি ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে অন্যান্য বক্তারা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি সুন্দর ও সুশাসিত রাষ্ট্র গঠনের ওপর তারা জোর দেন। এ সময় এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সকল স্তরের মানুষকে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি কার্যকর পরিবর্তন আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই উঠান বৈঠক এনসিপির সাভার উপজেলা কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে বলে বলেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমন্বয়য় কমিটির সদস্য তামীম আযহার, সাভার উপজেলা এনসিপির সদস্য মাহিদ হাসান রাফসান , বৈষম্য বিরোধী আন্দোলনের থানা আহবায়ক মেহেদী হাসান মুন্না সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.