শৈহ্লাচিং মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা এই ১৪৪ ধারা চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে কার্যকর ছিল। তবে বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (০৫ অক্টোবর ২০২৫) ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার সকল এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার কার্যকর হবে বলে জানানো হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ইফতেখার ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পূর্বে জারি করা ১৪৪ ধারা অনুযায়ী জনসমাবেশ, সভা-সমিতি ও মিছিল নিষিদ্ধ ছিল। পরিস্থিতি শান্ত হওয়ায় প্রশাসন এখন তা প্রত্যাহার করেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের দপ্তরের গণবিগপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.