মোঃ সুলতান মাহমুদ
শনিবারের (৪ অক্টোবর) সকাল, ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই। অন্য দিনের মতোই গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে অবস্থিত গার্ডেনিয়া ওয়ার লিমিটেড কারখানার গেটের দিকে পায়ে পায়ে এগোচ্ছিলেন শত শত শ্রমিক। তাঁদের চোখে-মুখে ছিল গত কয়েক দিনের অনিশ্চয়তা আর বকেয়া বেতনের চাপা উদ্বেগ। তাঁরা জানতেন, কর্তৃপক্ষের কথা অনুযায়ী আজ কারখানার তালা খোলার কথা।
কিন্তু গেটের কাছাকাছি আসতেই বুক কেঁপে উঠল! শ্রমিকদের কর্মক্ষেত্র, তাঁদের রুটিরুজির ঠিকানা—সেই মূল ফটকেই ঝুলছে এক অচেনা, রহস্যময় তালা।
যেন এক অদৃশ্য হাত রাতারাতি সব চাবি লুকিয়ে ফেলেছে।
গেটের সামনে টাঙানো হয়েছে একটি সাদামাটা নোটিশ। তাতে লেখা একটি তারিখ—৭ অক্টোবর, যেদিন নাকি বকেয়া বেতন পরিশোধ হবে। আর কারখানা 'চালু' হবে ৮ অক্টোবর।
এই নোটিশটি যেন শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তাঁদের ক্ষোভ মুহূর্তে ফুঁসে উঠল, কারণ ২৯ সেপ্টেম্বরের আশ্বাসও ছিল এমনটাই—যে ৩০ সেপ্টেম্বর বেতন মিলবে। কিন্তু তা হয়নি। শ্রমিক প্রতিনিধি শামীম হতাশার সুরে জানান, "১৮ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপর ১ অক্টোবরও সিদ্ধান্ত অমান্য করা হলো। আজ সকালে এই তালা দেখে আমরা আর স্থির থাকতে পারিনি।
আন্দোলনে উত্তাল হয়ে উঠল শিমুলতলী গ্রাম। একরাশ প্রশ্ন নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা: কে দিল এই তালা? কেনই বা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে? শ্রমিকদের মনে একটি প্রশ্ন থেকেই গেল: আসলেই কি গেট খুলবে?
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.