অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আফগানদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। এর মধ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন টাইগাররা। শেষ ম্যাচটি আগামীকাল রোববার (৫ অক্টোবর) জিতলেই আফগানদের করা যাবে বাংলাওয়াশ।
ম্যাচশেষে সংবাদ সম্মেলন আফগান ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক বলেছেন, কালকে (৪ অক্টোবর) আমরা আজকের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। কী ঠিক করেছি, কোথায় ভুল করেছি। ফিল্ডিংয়ে ভালো করেছি আজকে। ভালো লড়াই করেছি। বোলিংয়েও চেষ্টা করে গেছি।
তিনি বলেন, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারাও প্রতিরোধ গড়ে গেছে। ভালো দল তারা, দারুণ এক্সকিউট করেছে, তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। আমরা সেখানে পিছিয়ে ছিলাম। নিশ্চিত করতে হবে শেষ ম্যাচে যেন আমরা ভালো করতে পারি।
পুটিক বলেন, কঠিন ম্যাচ ছিল আসলে। ব্যাটিং দল হিসেবে শুরুটা কাজে লাগাতে পারতাম আমরা। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৩৫ রান তুলেছি। আমরা হয়তো আরও আগ্রাসী ব্যাটিং করতে পারতাম পাওয়ার প্লে-তে। তাহলে বাংলাদেশকে চাপে ফেলা যেত। এমন জায়গায় পরের ৪ ওভারে রান তোলার সুযোগ থাকে, আমরা পারিনি। যখনই মোমেন্টাম পেয়েছি, তখনই উইকেট হারিয়ে ফেলেছি।
এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান। এ সিরিজে সেই হারের প্রভাব নিয়ে পুটিক বলেন, আমার মনে হয় না। এশিয়া কাপের আগেও অনেক খেলেছি বাংলাদেশের বিপক্ষে। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল। তবে বাংলাদেশ এখন ভালো ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের স্কিলে বিশ্বাসী। ব্যাপারগুলো কাজে লাগছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকলে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।
তিনি বলেন, ম্যাচ না জিতলে প্রশ্ন তো উঠবেই। আমরা ভিন্ন ভিন্ন কম্বিনেশন ট্রাই করছি। চেষ্টা করছি নতুনদের সুযোগ দিতে। অবশ্যই ম্যাচও জিততে চাই আমরা। তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে ছেলেরা চাপের মধ্যে কী করতে পারে। দারুণ কিছু ক্রিকেটার দলে আসছে। তাদের ওপর আস্থা রেখে সুযোগ দিতে হবে।
সোহান প্রসঙ্গে পুটিক বলেন, হ্যাঁ আপনি একদম দারুণ বলেছেন। সে (সোহান) এসে দারুণ করেছে। তার প্ল্যান ছিল। চাপের মধ্যেও প্ল্যানটা ভালোভাবে কাজে লাগিয়েছে সে। এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে। বোলিংয়েও ভালো করেছে, ব্যাটিংয়েও ভালো করেছে। বেসিকে আমরা কিছু ভুল করেছি ৪০ ওভারজুড়ে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.