বাগেরহাট প্রতিনিধি
দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার সাতটি পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির তিন দফা দাবি আদায়ে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
রোববার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর পরিবহণ মালিক সমিতির নেতারা এ স্থগিতের ঘোষণা দেন।
বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহণ ও অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে সাতটি পরিবহণ মালিক সমিতি এই পাঁচ জেলার মহাসড়কের উপর দিয়ে রাজধানী ঢাকা ও মোংলা বন্দরের সঙ্গে চলাচলকারী ৪৮টি দূরপাল্লার রুটসহ আন্তঃজেলা সড়কে পরিবহণ ধর্মঘট পালনের এ ঘোষণা দেয়। অনির্দিষ্টকালের এ পরিবহণ ধর্মঘটের ঘোষণায় বিপাকে পড়েন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিষয়টি নিয়ে শনিবার বিকালে এসব জেলার পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে তারা ১০ দিনের জন্য অনির্দিষ্টকালের এ ধর্মঘট স্থগিতের কথা জানান।
রোববার বিকালে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটের জেলা প্রশাসক আমাদের তিন দফা দাবি আগামী ১০ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় আমরা অনির্দিষ্টকালের এ ধর্মঘট স্থগিত করেছি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে সংবাদ সম্মেলন করে দক্ষিণাঞ্চলের এই পাঁচ জেলায় স্থগিত অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের তারিখ জানিয়ে দেওয়া বলে জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.