জাকির হোসেন
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এ উপলক্ষে রবিবার সকালে ১০ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে হল রুমে এসে আলোচনা সভায় মিলিতে হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নাজমুল হক, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.