প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ এনায়েতপুরে কৃতি শিক্ষার্থীদের আনাম এডুকেশন এওয়ার্ড প্রদান

তারিকুল আলম,
আজ এনায়েতপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আনাম এডুকেশন এওয়ার্ড প্রদান করা হয়েছে। স্বপ্ন পূরণ শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে এবছর ১৯ জন কৃতি শিক্ষার্থীকে এই এওয়ার্ড প্রদান করা হয়। একইসাথে কয়েকজন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে।
এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আহসানুল্লাহ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেলাল হোসেন, চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুস সালাম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক উম্মে হানি মলি, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হাসান জহুরুল, কবি মহসিন আলম প্রমুখ।
বক্তাগণ এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
ভবিষ্যতেও তোমরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। শিক্ষা, গবেষণা, আবিষ্কারসহ নানা কাজের মাধ্যমে দেশ জাতির জন্য কাজ করবে। উচ্চ শিক্ষিত হওয়ার সাথে সাথে সৎ মানুষ হবে। বক্তাগণ এওয়ার্ড প্রাপ্তসহ অন্যান্য শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জন ও চর্চা করা এবং কুরআন সুন্নাহ মেনে জীবন পরিচালনার পরামর্শ প্রদান করেন।
কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছা: হালিমাতুস সাদিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আহমেদ তুহিন প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করে অনেক দূর যেতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি। তারা তাদের পরিশ্রমের কথা তুলে ধরে অন্যান্য শিক্ষার্থীদের লেখাপড়ায় ভালো করার পরামর্শ প্রদান করেন।
স্বপ্ন পূরণ শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোক্তা ও কর্ণধার, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল হক বলেন, আমরা আমাদের সাধ্যানুযায়ী শিক্ষার্থীদের সম্মানিত করছি। একইসাথে এর মাধ্যমে ভবিষ্যতে যারা উচ্চ শিক্ষায় সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনায় আগ্রহী তাদেরকেও উৎসাহিত করার চেষ্টা করছি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.