সত্য প্রকাশ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন। বিদেশে যাওয়ার আগে তাকে জেলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। বিদেশ যেতে বাধ্য করার পরও ক্ষান্ত হয়নি ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাকে একের পর এক মামলায় আসামি করা হয়। এসব মামলায় তার সাজাও হয়।
বিদেশ থেকেও রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান। দেড় যুগ ধরে তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে চাঙা রেখেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রেখেছেন।
হাসিনার পলায়নের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমান তার দলকে দেশে থেকে নেতৃত্ব দেবেন এমনটাই প্রত্যাশা বিএনপির নিযুত নেতাকর্মীর। ইতোপূর্বে অনুষ্ঠিত চারটি নির্বাচনে দেশে ছিলেন না তারেক রহমান। ওই নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ ও ত্রুটিপূর্ণ। রাতের ভোটের ওইসব নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছে আওয়ামী লীগ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। ৭০ শতাংশ আসনে প্রার্থী তালিকা মোটামুটি প্রস্তুত। তারেক রহমান দেশে আসার আলোচনাও শুরু হয়েছে। তিনি ভোটে অংশ নেবেন কিনা সেটি নিয়েও আলোচনা চলছে।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন তারেক রহমান।
নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, সেটি তো নেব, কেন নিব না? অবশ্যই নিব।
আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? তারেক রহমান: জ্বি.. ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী কি না-এমন প্রশ্নে তারেক রহমান বলেন, নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে, আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে? এ বিষয়ে তারেক রহমান বলেন, আমার মনে হয় আপনি প্রথমদিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন, আমি ওখানে বলেছিলাম স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী আমি। নির্বাচনের সঙ্গে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক।
তিনি বলেন, কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশআল্লাহ থাকবো আমি। আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল, দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ।
বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে পাব সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি? এমন প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের।
এ বিষয়ে তারেক রহমান বলেন, সে ক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.