প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সত্য প্রকাশ ডেস্ক
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সদ্য বিদায়ী উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিছুর রহমান এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পরিষদের নেতৃবৃন্দ সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের সদ্য বিদায়ী উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইয়াকুব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান সোহেল রানা এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান সুমন, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন,দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান এবং দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম (হাফিজ)সহ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ।
সাক্ষাৎকালে কর্মকর্তারা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.