সত্য প্রকাশ ডেস্ক
সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকানসহ গ্রিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দু’টি কক্ষ। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি পুকুরপাড় এলাকায় হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে মার্কেটের দোকান গুলোতে আগুন দেখতে পান। পরে এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে আশরাফুল ইসলামের ফার্মেসি, আসুদেবের খাবার হোটেল ও আল আমিনের মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া পাশের গ্রিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দুইটি শ্রেণিকক্ষ ও কক্ষের ভেতরে থাকা বেঞ্চ-টেবিল আগুনে পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, আগুনে তিনটি দোকান ও স্কুলের দুটি কক্ষ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.