তারিকুল আলম
সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ আলোচনা ও সনদ পত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১১ টায় শহরে আই,আই,কলেজ রোডস্থ নিজস্ব অফিস কার্যালয়ে সিরাজগঞ্জে আইটি ভিশন সোসাইটি-এর উদ্যোগে “বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এম টু.এম গ্লোবাল লিমিটেড তাওহিদা সুলতানা (তন্দা) এর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল্লাহ রায়হান তুষার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
প্রধান অতিথি বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করবে। তিনি আরও বলেন আইটি ভিশন সোসাইটির এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আইটি ভিশন সোসাইটির প্রকল্প পরিচালক মোঃ মাহবুব আলম,এআই ভিশন বিডি ডিরেক্টর মো:শাকিল আহসান,অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের এ্যাডমিন মো: আবুল হোসেন সহ আরো অনেকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (জনপ্রশাসন মন্ত্রণালয়) ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় ও আইটি ভিশন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী,তরুণ কর্মী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.