প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
কাঁঠালিয়ায় সাঁজাপ্রাপ্ত আসামী স্কুলশিক্ষক সাহারুম মিয়া গ্রেফতার

ফাতিমা আক্তার মিম
ঝালকাঠির কাঁঠালিয়ায় এনআই এ্যাক্টের মামলায় সাঁজাপ্রাপ্ত আসামী দূর্নীতিবাজ প্রধান শিক্ষক সাহারুম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে বেতাগী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে।
গ্রেফতারকৃত সাহারুম মিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু আবদুর রশীদ হাওলাদারের ছেলে ও উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫৭ নম্বর চক রঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা।
জানাগেছে, চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা আদায় করেছেন। দরপত্র আহবান না করে নিলামের আগে সরকারি ভবন বিক্রি, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রনী ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে পরিশোধ না করা, শিক্ষা কর্মকর্তার সাথে অশোভন আচারণ, নারী কেলেংঙ্কারিসহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। লোন পরিশোধ না করায় সোনালী ব্যাংক সাহারুম মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে আদালতে একটি মামলা করেন। এ মামলায় তার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ হয়। এছাড়াও তার বিরুদ্ধে কয়েকজন পাওনাদার আদালতে মামলা করেছেন। সাহারুমের গ্রেফতারের খবরে একাধিক পাওনাদার থানায় হাজির হয়।
সাহারুম মিয়ার ছোট ভাই জাকির হোসেন জানান, পেনশনের অর্থ দিয়ে সকলের টাকা ফেরত দেওয়া হবে।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, সাঁজাপ্রাপ্ত আসামী স্কুল শিক্ষক সাহারুম হাওলাদারকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.