মোঃ রোমান হোসেন
ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে সাভার পৌরসভা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিকেল ৫টার পর পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তাপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষীপুর এলাকার মৃত হবি খাঁ’র ছেলে মোঃ মনির খাঁ (৩৮) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বক্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ওমরের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি এক দম্পতিকে গ্রেপ্তার করে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স। এসময় তাদের হেফাজত থেকে ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.