রতন কুমার ঘোষ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বাহিরচর চররুপপুরে পার্টনার ফিল্ড স্কুলে
রাসায়নিক সারের পরিমিত ব্যবহারের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রাসায়নিক সারের পরিমিত ব্যবহারের ওপর একটি আলোচনা সভার উদ্দেশ্য হলো কৃষকদের সার ব্যবহারে সচেতন করা, অতিরিক্ত ব্যবহারজনিত সমস্যা ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে জানানো, এবং সঠিক সার প্রয়োগের মাধ্যমে ভালো ফলন ও সাশ্রয়ী কৃষি নিশ্চিত করা। এমন সভায় ভূমি পরীক্ষা, সঠিক সার নির্বাচন, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার, এবং মাটির স্বাস্থ্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস, রাসায়নিক দূষণ, এবং মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুনাগুণের ক্ষতি হয়।
অতিরিক্ত সার ব্যবহারে ফসলের খরচ বৃদ্ধি পায় এবং রোগ-বালাই ও পোকার আক্রমণ কমে বলে কীটনাশকের ব্যবহার কমানো যায়, যা খরচ সাশ্রয়ে সহায়ক।
কোনো জমিতে কী পরিমাণ সার প্রয়োজন, তা নির্ধারণের জন্য মাটি পরীক্ষা করা অপরিহার্য।
মাটির অবস্থা ও ফসলের চাহিদা অনুযায়ী সঠিক সার (যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি) নির্বাচন করতে হবে।
জৈব সার ও রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করে মাটির স্বাস্থ্য ভালো রাখা যায়।
রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানো এবং জৈব উপায়ে সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
ফসলের সঠিক বৃদ্ধির জন্য উপযুক্ত পরিমাণ সার প্রয়োগ করা দরকার। বিশেষজ্ঞদের পরামর্শ ও গবেষণা কাউন্সিলের নির্দেশনা অনুসরণ করে সার প্রয়োগ করতে হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শওকত হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা শাম্মী সুলতানা, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা কে এম রবিউল, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সহ ২৫ জন কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.