প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক ডিজাইন কোর্স উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর)সকালে কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসা অডিটোরিয়ামে কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. জাহাঙ্গীর মূর্ত্তেজা রেজা এর সভাপতিত্বে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর কোর্স পরিচালনায় এবং কোর্স বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কুখরালী আহমাদিয়া দাখিল মাদরাসা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ মোজাফ্ফর উদ্দীন। এসময় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সের ফিল্ড মনিটারিং অ্যাসিস্ট্যান্ট মো. কামরুল ইসলামসহ কোর্স সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)” কোর্সে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক ডিজাইন দুইটি ট্রেডে ২০ জন করে মোট ৪০ জন অষ্টম শ্রেণীর নিচে ঝরেপড়া শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.