আন্তর্জাতিক ডেস্ক
এ যেন মেলা বসেছে। ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আবুধাবিতে আগমনের একটি পুরনো ভিডিও আফ্রিকান রাজার অসাধারন জীবনযাত্রার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জুলাই মাসে প্রথম প্রকাশিত এই ভিডিওটিতে আবুধাবি বিমানবন্দরে রাজার একাধিক স্ত্রী এবং বিশাল সফরসঙ্গীর বহর দেখানো হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, রাজা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি ব্যক্তিগত বিমান থেকে নেমে আসছেন। মার্জিত পোশাক পরা একদল নারী তার পিছু পিছু আসছেন। ক্লিপের উপরে লেখা আছে, ‘সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে এসে পৌঁছেছেন। তার পিতা, রাজা দ্বিতীয় সোভুজার ১২৫ জন স্ত্রী ছিলেন।’
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি ভ্রমণের সময় রাজা মসোয়াতি তৃতীয়ের সঙ্গে তার ৩০ জন সন্তানও ছিলেন। রাজার এই বিশাল প্রতিনিধিদলটি বিমানবন্দরে সাময়িক বিঘ্ন ঘটায় বলে জানা গিয়েছে। এর ফলে রাজকীয় দলের নিরাপত্তার জন্য একাধিক টার্মিনাল বন্ধ করে দিতে হয়।
এদিকে, এই ভিডিও ভাইরাল হতেই রাজাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রাজা মসোয়াতি তৃতীয়ের বিলাসবহুল জীবনযাত্রা এবং দেশের নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছেন।
একজন ব্যবহারকারী বলেন, ‘এত বিলাসিতা, অন্যদিকে দেশের নাগরিকদের ঘরে বিদ্যুৎ নেই।’ অন্য একজন প্রশ্ন করেছেন, ‘আফ্রিকা কী এত ধনী দেশ যে কেউ একজন ব্যক্তিগত জেট কিনতে পারবেন?’ অনেকে আরও তীব্র ভাষায় রাজার বাড়াবাড়ির নিন্দা করেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন, ‘এই ব্যক্তি ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন যখন তার দেশের লোকেরা অনাহারে মারা যাচ্ছেন।’ আরেকজন আবার মন্তব্য করেছেন, ‘তারা আবার আফ্রিকার শিশুদের খাওয়ানোর জন্য অর্থ চায়।’ একজন মজার ছলে প্রশ্ন করেছেন, ‘তার বাড়িতে কী এমন কোনো সমন্বয়কারী আছেন যিনি তার সব স্ত্রীদের সামলান?’
রাজা মসোয়াতি তৃতীয়ের সম্পত্তি
রাজা তৃতীয় মসোয়াতি ১৯৮৬ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ ইসোয়াতিনি শাসন করছেন। একাধিক প্রতিবেদন অনুসারে, তার ব্যক্তিগত সম্পদ ১ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু দেশটি ভেঙে পড়া স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি এবং আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীদের অনুদানের ওপর নির্ভরশীলতার মুখোমুখি হচ্ছে। বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে ২০২১ সালে বেকারত্ব ২৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে।
সোয়াজিল্যান্ড নিউজের খবরে বলা হয়েছে, রাজা নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগ এবং বনাঞ্চলের মতো বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিক। রাজা মসোয়াতি তার জাকজমকপূর্ণ জীবনধারা এবং ঐতিহ্যবাহী রাজকীয় রীতিনীতির জন্য পরিচিত। তিনি প্রতি বছর রিড নৃত্য অনুষ্ঠানে একজন নতুন কনে নির্বাচন করেন বলে জানা যায়। এটি একটি শতাব্দী প্রাচীন রীতি যা একাধারে প্রশংসা এবং সমালোচিতও। রাজপরিবারের প্রচুর সম্পদ থাকলেও, দেশের বেশিরভাগ নাগরিকের জীবনযাত্রা ভিন্ন গল্প বলে। নানা প্রতিবেদনে দেখা গিয়েছে যে, ইসোয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যসীমার নীচে বাস করে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.