বিশেষ সংবাদদাতা ঝিনাইদহ
তিন বন্ধু মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না এক বন্ধুর।
(৮ অক্টোবর বুধবার) দুপুর ঘড়ির কাঁটায় তখন বাজে তিনটা।তিন বন্ধু একত্রে স্কুল থেকে ছুটির পূর্বেই পরিকল্পনা করে বাঁওড়ে খয়রা মাছ ধড়বে। যে কথা সেই কাজ।
কোটচাঁদপুর উপজেলার লক্ষিকুন্ডু গ্রামের একই পাড়ার প্রতিবেশী চাচাতো তিন ভাই। তুহিন( ১০)পিতা মন্টু, ইয়ামিন পিতা জিয়াউর, নয়ন( ১১) পিতা ইনামুল। দুপুরে জানতে পারে পাশ্ববর্তী জয়দিয়া বাঁওড়ে খয়রা মাছের গাবা লেগেছে। মাছ ধরতে বাঁওড়ে যায় তিন বন্ধু। মাছ ধরার একপর্যায়ে তিন বন্ধু পানিতে ডুবে যায়।পানিতে ডুবে তুহিন, ইয়ামিন, বেঁচে ফিরলেও ঘটনাস্থলেই নয়নের মর্মান্তিক মৃত্যু হয়।পরবর্তীতে তুহিন ও ইয়ামিন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
পানিতে ডুবে যাওয়া ইয়ামিন জানান আমরা তিন বন্ধু মাছ ধরতে বাঁওড় যায়। পানিতে ডুবে যায় হাত উঁচু করে রাখা দুই জনের দেখা যায় নয়নের হাত দেখা যায়নি ও মরে গিয়েছে।আমাদের উপরে উঠিয়ে নিয়ে এসে পেটে চাপ দিয়ে পানি বের করে। এখন ভালো লাগছে হাসপাতালে।
তুহিনের দাদী শাহিদা জানান তিন জন মাছ ধরতে বাঁওড় যায় আমরা জানিনা পরে জানতে পেরে হাসপাতালে নিয়ে এসেছি একজন মারা গেছে।
এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান দুই জন পানিতে ডুবে যাওয়া রোগী লক্ষীকুন্ডু থেকে দুই শিশু ভর্তি হয়েছে বিকালে।শুনেছি একজন মারা গিয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন ,সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বাবু , নির্বাহী সম্পাদকঃ মোঃ ইমরুল হকবার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর - ১ ঢাকা, অফিস নাম্বারঃ ০৯৬১১৫২৮২৭২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2025 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.