তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর কর্মীসভায় ন্যায়বিচার ও সমাজ সংস্কারের অঙ্গীকারে আকৃষ্ট হয়ে বাঙালিপুর ইউনিয়নের ১১ জন সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বাঙালিপুর ইউনিয়নে সনাতন জনগোষ্ঠীর মধ্যে প্রচারণা চালায় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় ১১ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্যপদ ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। তারা হলেন,শ্রী বিসনু, প্রশান্ত পাল, শ্রী ধীমন, শ্রী বিপ্লব কুমার, শ্রী সুশান্ত, অনিমেষ, দীপক, ঋষিকেষ, জয়দেব, অরুন রায় ও শ্রী মনোরঞ্জ।
জামায়াতের প্রতি সমর্থন জানিয়ে শ্রী বিপ্লব কুমার বলেন, “জামায়াত আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কথা বলে। এই আইন কার্যকর হলে সমাজে চুরি, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না। তখন সব ধর্মের মানুষই শান্তিতে বসবাস করতে পারবে। তাই আমরা আগামী নির্বাচনে জামায়াতের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে, শ্রী বিসনু জানান, স্থানীয়ভাবে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের সমাধান করে দিয়েছেন জামায়াতের নেতারা। তিনি বলেন, “বিগত সরকারের আমলে বহু চেষ্টা করেও সমাধান পাইনি। কিন্তু জামায়াতের নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে দলে যোগ দিয়েছি।”
ওই কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলহাজ্ব মাযহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজওয়ানুল হাসান এবং বাঙালিপুর ইউনিয়ন জামায়াতের আমীর জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।