1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ

ময়মনসিংহে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ ০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার

 

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. কামাল আহমেদের পদত্যাগ এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান।

সকালে ময়মনসিংহ বাইপাস মোড়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিলে সড়ক অবরোধ সৃষ্টি হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের ময়মনসিংহ মহা নগর নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন,

“নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের উপর বারবার পরিকল্পিত হামলা প্রমাণ করে, সরকার গায়ের জোরে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়। যারা হামলা চালিয়েছে, তারা সরকারি মদদপুষ্ট। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন,

“যে দেশে জনগণের ভোটাধিকার নেই, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপরাধী চক্রকে ব্যবহার করে গণআন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁর অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, দাবি না মানা হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

নুর ও অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার প্রতিবাদে সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে এ কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।