মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ খোরশেদ আলম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক দিক আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। এখানেই দুর্গোৎসব হয়ে উঠেছে ধর্ম-বর্ণ–নির্বিশেষে সর্বজনীন আনন্দ-উৎসব।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম পালনের অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তাই শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা চারদিকে ছড়িয়ে দিতে হবে।”
খোরশেদ আলম উল্লেখ করেন, বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষ এখানে শত শত বছর ধরে মিলেমিশে বসবাস করছে। ধর্মীয় উৎসবগুলো কেবল নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। দুর্গোৎসবও তেমনি এক উৎসব, যা সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।
তিনি শুভেচ্ছা বার্তার শেষাংশে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আবারও সারাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা চাই, আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে সবার জন্য আনন্দ বয়ে আনুক।”