কাঠালিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন
কর্নেল মোস্তাফিজুর রহমান। ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ করেন, ৩নং আমুয়া ইউনিয়ন
বিএনপির ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (আব.) মোস্তফিজুর রহমান। কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সোমবার সকাল ১০ টা থেকে আমুয়া বাজার থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় লিফলেট বিতরণ ও গণসংযোগে উপজেলা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।