1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :

নাগেশ্বরীতে চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও -মানববন্ধন

মোঃ আবুসাঈদ ইসলাম, নাগেশ্বরী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ ০ বার পঠিত

 

 

মোঃ আবুসাঈদ ইসলাম

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডলের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী আঞ্চলিক সড়কের রায়গঞ্জ বাজারে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে ইউনিয়নের সব ইউপি সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আশপাশ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান অংশ নেন। এতে বক্তব্য দেন কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ অনেকে। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে একটি প্রভাবশালী গ্রুপ চেয়ারম্যান দীপ মন্ডলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

চেয়ারম্যান দীপ মন্ডল জানান, প্রথমে তার ছোট ভাইকে প্রতিপক্ষরা মারধর করে। পরে তিনি ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল ও আরিফসহ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়া রনি পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের রনি ও তার বাবা মজিবর রহমান আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে তাদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, রনির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও বালু ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যান ও তার পরিবার হামলার শিকার হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।