1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত‍্যু

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮ ০ বার পঠিত
মো:হানিফ মিয়া
কুমিল্লার হোমনায় বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া দুই শিক্ষার্থীসহ বজ্রপাতে ৩জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গোদারাঘাটে আজ ৫ অক্টোবর রবিবার বিকাল ৩ টার দিকে বজ্রপাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহতরা হলো, নালাদক্ষিন গ্রামের হাজ্বী মতিউর রহমান মতি মিয়ার মেয়ে রোকিয়া আক্তার (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩) এবং খুদে দাউদপুর গ্রামের সৌদী প্রবাসী রাহিনুর ইসলামের ছেলে মোঃ রাসেদুল ইসলাম (২৩)।
আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এদের মধ্যে মোঃ রাসেদুল ইসলাম ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিএ (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র ছিলো।জাকিয়া সুলতানা ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও নার্সিং এ অধ্যায়নরত ছিলো।জানা যায়, নিহতরা ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গোদারাঘাট হয়ে জগড়ারচর ও বাঞ্ছারামপুরের উজানচর নরসিংদি দিয়ে ময়মনসিংহ যাবার জন্য নৌকার অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাতে ৩জনই ঘটনাস্থলে প্রাণ হারায়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বজনদের খবর দেন এবং ফেসবুকে প্রচার করেন। পরে রাসেদুলের পরিচয় সনাক্ত হয়।নিহত রাসেদুল ইসলামের চাচা মোঃ হারুন মিয়া জানান, ভাতিজা আজ সকালে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। পরে খবর পাই ভবানিপুর খেয়াঘাটে বজ্রপাতে আমার ভাতিজা সেখানে মারা গেছে।হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, বজ্রপাতে রাসেদুল নামে এক এক যুবককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হলে, তাকে পরীক্ষা-নিরিক্ষা শেষে দেখা যায় সে পূর্বে মারা গিয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বজ্রপাতে ৩জনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।