নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলার আশুলিয়ায় আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ ও চুলচেরা বিশ্লেষণ। ভোটারদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন আগামী দিনের যোগ্য প্রতিনিধি—তা নিয়েই চলছে আলোচনার ঝড়। এরই মাঝে প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন মোঃ উজ্জ্বল হোসেন ভূঁইয়া। তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে ৭নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
মোঃ উজ্জ্বল হোসেন ভূঁইয়া গাজীরচট এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী আব্দুল লতিফ ভূঁইয়ার দ্বিতীয় পুত্র। উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমান জাপানে। সেখানে “শোবি ইউনিভার্সিটি” থেকে পলিসি ডিপার্টমেন্টে অনার্স ও ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স সম্পন্ন করেন। জাপানে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা শেষে ২০২২ সালে দেশে ফিরে আসেন এবং বুয়েট পরিচালিত জাপানিজ ভাষা শিক্ষা কোর্সে খন্ডকালীন শিক্ষক হিসেবে এবং নিজ প্রতিষ্ঠানে জাপানিজ ভাষা শিক্ষাদানে নিয়োজিত আছেন।
সাক্ষাৎকারে উজ্জ্বল হোসেন ভূঁইয়া বলেন, “জাপানে দীর্ঘদিন থাকার সুবাদে উন্নত সমাজব্যবস্থা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ এলাকাকে সুন্দর, পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব ওয়ার্ডে রূপান্তর করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি।
তিনি আরও বলেন, ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আশুলিয়ার অন্যতম জনবহুল একটি এলাকা। শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে বসবাস করেন। তাই এই ওয়ার্ডে প্রয়োজন যুগোপযোগী পরিকল্পনা ও আধুনিক নাগরিক সুবিধা। তিনি জানান, তার পরিকল্পনার মধ্যে রয়েছে—নগর পরিকল্পনা বাস্তবায়ন, সবুজায়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা এবং শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, উন্নয়ন হতে হবে স্বচ্ছতা ও অংশগ্রহণের মাধ্যমে। একটি দুর্নীতিমুক্ত, উন্নত ও মানবিক সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।
এলাকাবাসীর মতে, সমাজের বর্তমান নৈতিক অবক্ষয় ও দুর্নীতির প্রেক্ষাপটে এমন শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্ব সময়ের দাবি। তাঁরা বলেন, উজ্জ্বল হোসেন ভূঁইয়া ইতিমধ্যে এলাকার তরুণ, বয়োজ্যেষ্ঠ ও সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর চিন্তা-চেতনায় যে উন্নয়ন ও জনকল্যাণের প্রতিফলন রয়েছে, তা এই ওয়ার্ডের জন্য আশার আলো হয়ে উঠেছে।
পরিশেষে বলা যায়, উজ্জ্বল হোসেন ভূঁইয়ার মতো শিক্ষিত, অভিজ্ঞ ও সমাজসচেতন প্রার্থীর অংশগ্রহণ আগামী ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডের জন্য একটি ইতিবাচক মোড় নিতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।