1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় ফার্মেসিগুলোতে ঔষধের মূল্যে চরম অনিয়ম ও কারসাজি – ভোক্তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে  সাতক্ষীরায় অ্যান্টিকস ফার্নিচার এর শুভ উদ্বোধন সাভারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সর্বদা সামনের কাতারে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রবাসে দলের প্রতিনিধিত্ব সেলিম রেজাকে মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে রাখবে বলেই স্থানীয় নেতাকর্মীদের অভিমত 

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬২ ০ বার পঠিত
ফাতিমা আক্তার মিম
দেশে কেউ যখন মাঠে নামতে পারেনি, আমরা সোচ্চার ছিলাম”`গত ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা  আন্দোলন সংগ্রাম করেছেন। দেশে যেতে পারেননি কেউ,দেশে কেউ যখন মাঠে নামতে পারেনি, আমরা সোচ্চার ছিলাম।বিক্ষোভ করেছি জাতিসংঘ এবং হোইয়াই হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে। আমাদের আন্দোলন দেশের নেতাকর্মীদের উৎসাহ জুগিয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি -১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অন্যতম আলোচিত নাম নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি সভাপতি গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা।
ঝালকাঠি -১ রাজাপুর কাঠালিয়া ১২৫, আসনে ব্যাপক গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ শুরু করেছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। পাশাপাশি নিজ নির্বাচনি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক মানবিক কাজে অংশ নিয়েছেন। তার এ মানবিক উদ্যোগে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে তার সাফল্য কামনা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে,  তিনি রাজাপুর কাঠালিয়া  উপজেলায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি এবং রাজনৈতিক বার্তাগুলোতে উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকারকে গুরুত্ব দিচ্ছেন তিনি, এমনটাই বলছেন নেতাকর্মীরা।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দেশের জনগন এখন ভোট দিতে আগ্রহী। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আনবে বলে আশব্যাক্ত করেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।