মোঃ শহিদুল ইসলাম বাবু
মাগুরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস, শুক্রবার বিকাল ০৫ ঘটিকায় শালিকা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহজালাল মৃধা সহ নেতৃবৃন্দ, মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন এবং অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা করেন।
মাগুরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ইব্রাহিম বিশ্বাস বলেন, আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ।
আমরা একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা কোন মানুষের ভয়ে রাজনীতি করি না। আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে রাজনীতি করি। আল্লাহর এই দুনিয়াতে আমরা রিপ্রেসেন্টি হিসেবে কাজ করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে রাজনীতি করি। আর এটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শালিখা উপজেলা শাখার আয়োজনে শালিখা রোড হস্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্ত এসব কথা বলেন। 个