মোঃ রোমান হোসেন
আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেনা। বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা ১৯ সাবেক এমপি ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
রবিবার (২১সেপ্টেম্বর) দুপুরে সাভারের গণস্বাস্থ্যের পিএইচ এ ভবনে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো বলেন কোন কারণে যদি সিদ্ধান্ত হয় যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে তাহলে পিআর এর মাধ্যমে তারা ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে
বিএনপির নেতা আরো বলেন,
পিআর পদ্ধতি সংবিধানে নেই দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না তাই আগের নিয়মে ভোট হতে হবে, দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে জানিয়ে তিনি আরও বলেন,দেশের একটি ছোট দল তাদের সুবিধার্থে পিআর পদ্ধতি চাচ্ছে দেশের জনগণের স্বার্থে নয় বলেও বলেন তিনি। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গান পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।