1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও ভোটারদের অধিকার রয়ে যাবে” উপদেষ্টা ফাওজুল করিম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ ০ বার পঠিত

 

মোঃ শান্ত খান

 

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটারদের ভোটাধিকার রহিত হবে না, আর তারা কোন দলকে ভোট দিবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র তাদেরই — এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান।

শনিবার সকালে ধামরাই উপজেলা পরিষদে অনুষ্ঠিত “জাতীয় রূপটপ সোলার কর্মসূচি” বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দলীয় পরিচয় নেই। এ সরকার নিরপেক্ষ অবস্থান থেকেই কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এই সরকারের অধীনেই। কে জিতল আর কে হারল, সেটা সরকারের দেখার বিষয় নয়।”

উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা দলীয় পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনে যেই দল জয়লাভ করুক না কেন, পরবর্তীতে সরকারি কর্মকর্তারা সেই বৈধ সরকারের অধীনেই দায়িত্ব পালন করবেন।”

২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সেবার দিনের ভোট রাতে হয়েছিল। ওটা ছিল ‘লায়লাতুল নির্বাচন’।”

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে কিছু কারখানায় গ্যাসের স্বল্পতা রয়েছে, যা দ্রুত সমাধান হবে। লোডশেডিং মনিটরিং নিয়মিত চলছে বলে জানান তিনি।

আশুলিয়ায় চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণজনিত দুর্ভোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “উন্নয়নের স্বার্থে কিছুটা কষ্ট মেনে নিতে হয়। যেমন শিশু প্রস্রাব করলে সামান্য কষ্ট হয়, তেমনি উন্নয়ন কাজেও কিছু দুর্ভোগ হতে পারে।”

মতবিনিময় সভা শেষে তিনি ধামরাইয়ের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।