1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :

তিতাসে ইঞ্জিনিয়ার হারুণ-উর-রশিদ গার্লস কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ ০ বার পঠিত
মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলার তিতাসে ইঞ্জিনিয়ার হারুণ-উর-রশিদ গার্লস কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ কলেজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক  মোহাম্মদ সাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ কলেজের সাবেক নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সী জসিম উদ্দিন,  গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃওয়াহিদুর রহমান, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান।
গাজীপুর খান স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহাদাৎ হোসেন শিকদার, জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, মাতৃছায়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সমাজকর্মী মোঃ তৈয়ব আলী, ইঞ্জিনিয়ার হারুণ উর-রশিদ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাঈনুদ্দিন চিশতি ও মার্কেটিং বিভাগের প্রভাষক মুন্সি ইমাদ হোসেন শিশির প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিষয়ের প্রভাষক নূরেআলম মাসুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অবশেষে ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।