মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একজন সাইকেল চালক নিহত।
তথ্য সুত্রে জানা যায় ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় দাউদকান্দির পুটিয়া থেকে রায়পুর স্টেশনর দিকে সাইকেল চালিয়ে আসার পথে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক এসে ধাক্কা দিলে সাইকেল চালিত আলাউদ্দিন নামে যুবক নিহত হয়।
ঐ এআকার স্থায়ীবাসীন্দাদের তথ্য সূত্রে জানা যায়,নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন বাড়ি কুমিল্লা ভূইঁয়া বাজার,সে রায়পুর সিঙ্গুলা মাদ্রাসার ছাত্র ও একটি মসজিদের ঈমাম।
এলাকাবাসী নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। নিহত ব্যক্তির মরদেহ সনাক্ত করে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য সুত্রে জানা যায়,যে কাবাটভ্যানটি ধাক্কা দিয়েছে সেই কাবাটভ্যানটিকে কুমিল্লা ক্যান্টেনম্যান্ট এলাকায় আটক করেছে।