২৯ সেপ্টেম্বর রোজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় মামুন ইন্ডাস্ট্রিজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন শুভ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩ নংদীঘা ইউনিয়ন বিলঝলমল গ্রামের মোঃ মিজানুর রহমানের ছোট ছেলে।মিজানুর রহমান ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন সেই সুবাদে তার পরিবার নিয়ে ফরিদপুর শহরের গোয়াল চামক এলাকায় বসবাস করেন।
করিমপুর হাইওয়েপুলিশ জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেল করে রাজবাড়ী গোয়ালন্দ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন, পথে একটি রিক্সা গলির পথ থেকে মেন রোডে উঠলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মেন রোডে পড়ে যায়, পিছনে বসা ছিলেন শোভন শুভ ছিটকে মেন রোডে পড়ে যায় পিছন থেকে আসা একটি ঘাতক ট্রাক তার মাথার উপর চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থানে শোভন শুভর মৃত্যু হয়।
মোটরসাইকেলের চড়া আহত দুজন ফরিদপুর মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। করিমপুর হাইওয়ে পুলিশ উপ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে দুজন। চালক ট্র্যাক টি নিয়ে পালিয়ে গেছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।