1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

মোঃ মজনু মিয়া, টাঙ্গাইল
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ ০ বার পঠিত

 

 

মোঃ মজনু মিয়া

 

 

বিদেশি নম্বর থেকে কল করে তার নামে স্থানীয় এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জিডিতে তিনি অতিসত্বর প্রতারক ও চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানান।

শুক্রবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ। তিনি বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে এলে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেছেন। একই ঘটনায় জালাল উদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওসি আরও বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি- তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।’

ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেন। ওই ব্যক্তি জানান, তিনি সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছেন, এ জন্য তাকে টাকা দিতে হবে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে, মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দিয়ে ও সংবাদ সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেন ওই ব্যক্তি।

জালাল উদ্দিন বলেন, ‘পরে বিষয়টি টুকু ভাইকে জানালে তিনি আমাকে সাহস জুগিয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।’

এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করে আসছি। ধারণা করছি একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।