1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বন্দির মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৯ ০ বার পঠিত

হাজারীবাগ ( ঢাকা ) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাবিবুর রহমান (৭০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাবিবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় হাবিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ইনচার্জ ফারুক আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাবিবুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

মৃত হাবিবুর রহমানের বাবার নাম আব্দুল আজিজ তালুকদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।