শ্রী রতন কুমার ঘোষ
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের লাইনম্যানদের লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা তাজমল হোসেনের ছেলে আব্দুর রহিম(২৫) পিস্তল দিয়ে দু রাউন্ড গুলি করে বলে জানা যায়।
গত ২২শে সেপ্টেম্বর সোমবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ২৩ শে সেপ্টেম্বর ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ জানায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুৎ এর অধীনে হিসাব নং-১০৬/২০৩০, আবাসিক শ্রেণীর মিটারে গত জুন-জুলাই-আগষ্ট-সেপ্টেম্বর ৪ মাস বিদ্যুৎ বিল পরিশোধ করে নাই। বার বার বিল পরিশোধের নোটিশও করা হয় তাকে।পরবর্তীতে নিয়মানুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে লাইনম্যান সোহাগ ও রাহুলের উপর ক্ষিপ্ত হয় তার ছেলে রহিম। এরপর সে ঘর থেকে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে লাইনম্যানদের উদ্দেশ্যে পরপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় রাহুল পালিয়ে গেলে, সোহাগকে ধরে অস্ত্রের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে
খবর পেয়ে অফিসের লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমার অফিসের দুজন লাইনম্যানের উপরে মাধবপুরের আব্দুর রহিম নামের এক গ্রাহকের ছেলে ২ রাউন্ড গুলি করেছে।সোহাগ নামের একজনকে অস্ত্রের বাট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে। এ বিষয়ে আমরা ভেড়ামারা থানা একটি মামলা করেছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেছেন, পল্লী বিদ্যুতের লাইনম্যানকে গুলি করার বিষয়টি আমরা আমলে নিয়েছি।এঘটনায় তাদের এজিএম মো: আকরাম হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।