কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
একদিকে কার্পেটিং, অন্যদিকে ধসে যাচ্ছে রাস্তা রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর থেকে কাউনিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে। আশ্চর্যের বিষয় একদিকে এখনো কার্পেটিং চলছে, অন্যদিকে একই সড়কের অংশ ধসে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তা নির্মাণে যে মালামাল ব্যবহার করা হয়েছে তার মান খুবই নিম্নমানের। পাশাপাশি প্রকল্পে বিভিন্ন স্থানে গাইডওয়াল দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে বাসের খুঁটি ও কেটে ফেলা ড্রামের টুকরো ব্যবহার করা হয়েছে। অভিযোগ আরও রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে। ফলে চলমান কাজের মধ্যেই সড়ক ভেঙে পড়ছে।
স্থানীয় বাসিন্দা রেজভি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা নির্মাণের সময়ই যদি রাস্তা ধসে যায়, তাহলে সামনের দিনে মানুষ কীভাবে চলাচল করবে? এসব দেখার যেন কেউ নেই।
ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই কোটি কোটি টাকা ব্যয় করা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা বলেন, এ বিষয়ে বক্তব্য দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি প্রয়োজন। তাই আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভেঙে যাওয়া অংশ সংস্কার, নিম্নমানের উপকরণ ব্যবহার বন্ধ এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।