1. admin@dainiksattoprokash.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ ডাকাত গ্রেপ্তার অসুরের মুখে দাড়ি, কারও ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃষ্টিপাতের ফলে অনেক সবজি খেত ডুবে গেছে, যার ফলে সবজির বাজারে আগুনের আঁচ পুরুষরা ৮ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে, আমি মেয়ে বলেই দ্বিচারিতা: দীপিকা ১৩ বীরের অভিযানে শ্রীপুর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘গেদুরাজ’ আটক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকায় গণমানুষের নেতা সেলিম রেজার পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেন  মুক্তাগাছায় ফার্মেসিগুলোতে ঔষধের মূল্যে চরম অনিয়ম ও কারসাজি – ভোক্তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে  সাতক্ষীরায় অ্যান্টিকস ফার্নিচার এর শুভ উদ্বোধন সাভারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সর্বদা সামনের কাতারে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না অধ্যাপক জাহিদুল ইসলাম

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ ০ বার পঠিত
তারিকুল আলম
আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া অনুষ্ঠিত করতে দেওয়া হবে না।  দেশের আপামর জনগণের দাবীর মুখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা ঘোষনা করেছে। ৫দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।  জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামী সহ তাদের ১৪দল নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে। এই দাবীগুলো পুরন না হলে আগামীতে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম একথাগুলো বলেন।
(২৬ সেপ্টেম্বর ২০২৫), বিকেল ৩টায় সিরাজগঞ্জ মুক্তির সোপান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান  সড়ক  প্রদক্ষিন শেষে মুক্তির শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কারনে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে পড়ে পুরো সিরাজগঞ্জ শহর। শ্লোগানে শোনা যায়, পিআর ছাড়া নির্বাচন হবে না, হবে না। পিআর ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না, হবে  না। পিআর পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনিত প্রার্থী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সেক্রেটারী মাও: মোস্তফা মাহমুদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আমীর মাও: শাহীনুর আলম,  সহকারি সেক্রেটারী অধ্যাপক মাও: শহিদুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।