মোঃ জাহিদ হাসান
দিনাজপুরের বিরল উপজেলায় জীবনমহল রিসোর্টে সহিংস ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে ‘তৌহিদী জনতা’ ব্যানারে শতাধিক মানুষ রিসোর্টে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রিসোর্টের ভেতরে থাকা একটি ধর্মীয় স্মৃতিসৌধ বা শ্রাইনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সেখানে “অনৈতিক ও ইসলামবিরোধী কার্যক্রম” চলছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে কিছু লোক রিসোর্টে ঢুকে দরজা-জানালা ভেঙে ফেলে এবং শ্রাইনটি আগুনে পুড়িয়ে দেয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার ও উপজেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় জনতার সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধান খোঁজা হচ্ছে।
এদিকে, স্থানীয় প্রশাসন বলেছে, সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।