
মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, তিতাস-এর উদ্যোগে গাজিপুর আজিজিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া,বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শামিম সরকার বিজ্ঞ,
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার নরুল আমিন,গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, বাতাকান্দি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান,লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির উল্লাহ প্রমুখ।